আমিরাতের আল আইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়ার্ল্ড অনলাইন শাখার স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ রেমিট্যান্স পাঠিয়ে যারা দেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি ভুমিকা রাখছে সেই প্রবাসীদের জন্য বর্তমান সরকার কিছুই করছে না৷ বিমানবন্দরে হয়রানি ও বিমান ভাড়া কমানোর উদ্যোগই নিচ্ছে আওয়ামিলীগ সরকার।
আমিরাতের আল আইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রবাসী বিএনপির পরিবার ওয়ার্ল্ড অনলাইন শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন৷
রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান শাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহার মির্জা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ হেলাল। বক্তব্য রাখেন খোরশেদ আলম, আনিস মুন্সি, মোজাম্মেল হক, ইলিয়াস খান, বেলাল হোসেন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলমাস।
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রবাসীরা দেশে টাকা পাঠিয়েও পরিবারের মুখে হাসি ফুটাতে পারছে না৷ এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না৷ যারা জনগণের কষ্ট বুঝতে চায় না তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই৷
বক্তারা বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
পরিশেষে বিশ্ব শান্তি এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া করা হয়।