বিশ্ববাজারে দুবাইয়ের আবায়া, আজমানে বাংলাদেশি মালিকানাধীন নতুন দোকান উদ্বোধন

দুবাইয়ের তৈরি আবায়ার চাহিদা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে। চাহিদার সঙ্গে সঙ্গে বাড়ছে আবায়া ব্যবসার পরিধি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের আজমানের আল জাহরা এখন আবায়া বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। আল জাহরায় এলাকায় অন্তত ২ হাজারের অধিক আবায়ার দোকান রয়েছে। এরমধ্যে ৯০ শতাংশ দোকানের মালিক বাংলাদেশি৷ এরই ধারাবাহিকতায় সম্প্রতি হাসসাস ডট কম নামে আরেকটি বাংলাদেশি মালিকানাধীন আবায়ার দোকান উদ্বোধন হয়েছে।...