বিশ্ববাজারে দুবাইয়ের আবায়া, আজমানে বাংলাদেশি মালিকানাধীন নতুন দোকান উদ্বোধন

দুবাইয়ের তৈরি আবায়ার চাহিদা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে। চাহিদার সঙ্গে সঙ্গে বাড়ছে আবায়া ব্যবসার পরিধি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের আজমানের আল জাহরা এখন আবায়া বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে।
আল জাহরায় এলাকায় অন্তত ২ হাজারের অধিক আবায়ার দোকান রয়েছে। এরমধ্যে ৯০ শতাংশ দোকানের মালিক বাংলাদেশি৷ এরই ধারাবাহিকতায় সম্প্রতি হাসসাস ডট কম নামে আরেকটি বাংলাদেশি মালিকানাধীন আবায়ার দোকান উদ্বোধন হয়েছে।
উদ্বোধন করেন সত্ত্বাধিকারী শহিদুল ইসলাম রাকিব, মুহাম্মদ মিয়া, গিয়াস উদ্দিন শিকদার।
এসময় সত্ত্বাধিকারী বলেন, আমরা এখানে দীর্ঘ দিন থেকে আবায়া ব্যবসার সাথে জড়িয়ে আছি৷ এই আবায়া মার্কেটের আবায়া ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এমনকি বাংলাদেশে রপ্তানি করি। বাংলাদেশে আমিরাতের আবায়ার প্রচুর চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী প্রতি মাসেই বাংলাদেশে বিপুল পরিমাণ আবায়া রপ্তানি হচ্ছে৷
বর্তমানে ভিসা বন্ধ থাকায় শ্রমিক সঙ্কট রয়েছে বলেও জানান ব্যবসায়ীরা।