হৃদয়ে আমার বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর আয়োজনে পিঠা উৎসব

সংযুক্ত আরব আমিরাতের আজমানে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। হৃদয়ে আমার বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর আয়োজনে পিঠা উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

পিঠা উৎসবে চিতই, পাঠিসাপটা, পুলি , মালপোয়া, বিবিখানা, ভাপা, নকশি, গোলাপ, মুখশলা, কাটা, পাতা, কলা, পাকন পিঠা ছিল উল্লেখযোগ্য।
পিঠা ছাড়াও নারী পুরুষদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণের সময় কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, 'প্রবাসের মাটিতে বাঙ্গালী সংস্কৃতির চর্চা ও প্রচারে বড় ভুমিকা রাখছেন আমিরাতের প্রবাসী নারীরা। পিঠা উৎসব শুধু নয় বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক দিবসে অগ্রণী ভুমিকা রেখে যাচ্ছেন তারা।'

আয়োজনে ছিলেন ফিরোজা বিথী , রেখা মাহবুব , রুপা সবুজ , কানিজ ফাতেমা, মাহমুদা রহমান , সুমাইয়া রশিদ তানিয়া, তাহমিনা সিদ্দিকী।
উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ সবুজ হাসান, মকবুল হোসেন, দুলাল সরকার, মাহবুব মোরশেদ মিলনসহ কমিউনিটির ব্যক্তিত্বরা।