দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫’ পালিত

ভবিষ্যতের প্রবাসী প্রজন্মের কাছে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান তুলে ধরতেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদায় পালন করেছে 'রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫'।
২ আগস্ট, শনিবার, কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল 'জুলাই চিত্র প্রদর্শনী' ও আলোচনা সভা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান। ফিতা কেটে তিনি 'জুলাই চিত্র প্রদর্শনী'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আলোচনা সভার শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভায় বক্তব্য রাখেন প্রবাসী কর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিরা। তারা অভ্যুত্থানকালীন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্বের ওপর জোর দেন এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কনসাল জেনারেল তাঁর বক্তব্যে বলেন—"জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমিরাতে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের মুক্তিতে মাননীয় প্রধান উপদেষ্টার প্রচেষ্টা ও আমিরাত সরকারের সহযোগিতা ছিল প্রশংসনীয়।"
তিনি প্রবাসীদের দেশীয় আইন মেনে চলার এবং কমিউনিটির ভাবমূর্তি সমুন্নত রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের উন্নয়নের জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মোঃ আব্দুস সালাম।