বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আজমান শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
“আমরা কোন রাজনৈতিক দলের নয় সুতরাং কে সরকারে সেটা বিষয় নয়। আমাদের প্রবাসিদের অধিকারের বিষয়টাই আমাদের কাছে মূখ্য” - সালাহ উদ্দিন
গতকাল শুক্তবার আজমান চায়না মল সংলগ্ন এশিয়ান স্পাইস রেস্টুরেন্টে এই সভায় সভাপতিত্ব করেন আজমান শাখার সিনিয়র সদস্য এবং ব্যবসায়ী মোহাম্মদ কামরুল ইসলাম। রাস আল খাইমা শাখা সমন্বয়ক মোতাব্বির হোসেন রাজু এবং ফুজিরা শাখার সহ সমন্বয়ক এনামুল হক মনিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমন্বয়ক মুহাম্মদ সালাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাফায়েত শিকদার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন, মোঃ সাইফুল ইসলান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন, নারী সমন্বয়ক মাকসুদা আক্তার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুবাই শাখার সমন্বয়ক এবং এমিরাটস এয়ার লাইন্সের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন বলেন, বর্তমান সময়ে ভিজিট ভিসায় আমিরাতে আসার সময় বিমানবন্দরে যে হয়রানি করা হয় তা অপ্রত্যাশিত। বিমানবন্দর কন্ট্রাক্টের নামে টাকা হাতিয়ে নেয়া বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, 'আমরা কোন রাজনৈতিক দলের নয় সুতরাং কে সরকারে সেটা বিষয় নয়। আমাদের প্রবাসিদের অধিকারের বিষয়টাই আমাদের কাছে মূখ্য।
এসময় বক্তারা প্রবাসীদের অধিকার আদায়ের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রবাসীদের নানা সমস্যার সমাধানের মাধ্যম খুঁজে বের করে তা প্রবাসী মন্ত্রণালয়ে প্রেরণেরও উদ্যোগের কথা জানান।
পবিত্র কোরয়ান থেকে তিলাওয়াত এবং বাংলাদেশ ও আরব আমিরাত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। আজমান শাখা সহ সমন্বয়ক মোঃ মনির হোসেন শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আজামান শাখা সমন্বয়ক মনসুর আহমেদ, সমন্বয়ক সুজন মোল্লা, সহ সমন্বয়ক আলমগির হোসেন, আহাসান সোহাগ, সিনিয়র সদস্য মোঃ জালাল হোসেন কালাম, মোঃ ফিরোজ খান, দুবাই শাখা সমন্বয়ক মোস্তাফা কামাল, শারজাহ শাখা সমন্বয়ক আসাদুর রহমান, ফুজিরা শাখা সমন্বয়ক নাসির উদ্দিন মিলন সহ আরো অনেকেই।