আজমানে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টের উদ্বোধন
সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশি মালিকানাধীন মানসম্পন্ন ও আন্তর্জাতিক মানের খাবারের রেস্টুরেন্টে উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার আজমান কর্নিসের পাশে পিজ্জা হাট এর বিপরীত ভবনে স্পাইসি হাউজ নামের রেস্টুরেন্টের উদ্বোধন করেন রেস্টুরেন্টে সপ্নসর শেখ মোহাম্মদ হামদান রাসেদ হোমেদ আল নঈমী।
এসময় আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংক শারজাহ শাখার ম্যানেজার মোহাম্মদ শৌকত আকবর, মোহাম্মদ মেহেদি, জাহিদ লাবিব, মাসুদুর রহমান সহ কমিউনিটির অনেক নেতাকর্মি।
রেস্টুরেন্টের চেয়ারম্যান মোহাম্মদ ইছহাক ও এস,বি সিমা (সি আই পি) জানান, করোনাকালীন এই সময়ে চাকুরির পাশাপাশি ব্যবসায় মনোনিবেশ হওয়া উচিৎ। কর্মসংস্থান এর পাশাপাশি অর্থ উপার্জনের নিশ্চিত মাধ্যম হিসেবে কাজ করবে। তারা জানান, এই রেস্টুরেন্টে বাংলাদেশি খাবার ছাড়াও আরবি, পাকিস্তানি ও ভারতের খাবার পাওয়া যাবে।
এদিকে রেস্টুরেন্টে করোনাকালীন আমিরাতের আইন মান্য করে রেস্টুরেন্টের ভেতরে বসার আসন সংখ্যা সীমিত রাখাসহ কোভিড-১৯ সম্পর্কীয় যাবতীয় ব্যবস্থা রয়েছে।