আমিরাতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত 'আমার ক্লিনিক'
সংযুক্ত আরব আমিরাতে এবার স্বাস্থ্য খাতে বিনিয়োগে হাত দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।শুধু বিনিয়োগ নয় এই খাতে বাংলাদেশের চিকিৎসকও দক্ষ সেবিকাদের কর্মসংস্থানের দ্বারও উন্মোচিত হতে পারে। আধুনিক স্বাস্থ্যসেবা পরিচর্যা করতে পারলে এ খাতটি বাংলাদেশীদের জন্য সুফল বয়ে এনে দিতে পারে।
সংযুক্ত আরব আমিরাতে যেকোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্বাস্থ্যসেবা নেওয়াটা প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কেননা বিদেশি চিকিৎসকদের কাছে বিদেশি ভাষায় কথা বলতে বা রোগের বর্ণনা করতে না পারায় সঠিকভাবে চিকিৎসা পায় না প্রবাসী বাংলাদেশিরা।তাই অনেক প্রবাসীকে চিকিৎসা সেবার জন্য ছুটে যেতে হয় বাংলাদেশে। অনেকে আর্থিক অভাবে রোগ বালায় নিয়ে দিন যাপন করে। এই পরিস্থিতি থেকে প্রবাসীদের মুক্তি দেওয়ার লক্ষ্যে অত্যন্ত মানবিক দৃষ্টিকোন থেকে চিকিৎসাসেবায় বিনিয়োগে হাত দিয়েছেন আমিরাতের ৪ প্রবাসী বন্ধু।প্রবাসীদের চিকিৎসা সেবা প্রসঙ্গে অত্যন্ত সহজ ভাবে বুঝাতে নামকরণ করেছেন "আমার ক্লিনিক "।
গতকাল আজমানের নিউ সানাইয়ায় উদ্বোধন করা হয়েছে 'আমার ক্লিনিক' নতুন আরও একটি শাখা। উদ্বোধন করেন, বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। ইসমাইল গনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উইমেন এ্যাসোসিয়েশন দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আবিদা হোসেন, ক্লিনিকের সি ই ও ইমাম হোসেন, ম্যানেজিং পার্টনার আবু নাইম চৌধুরী, ম্যানেজিং পার্টনার মোহাম্মদ কায়ছার আযাদ৷
আরও উপস্থিত ছিলেন মনসুর সবুর, মোহাম্মদ শাফায়াত, মকবুল হোসেন, ইমাম হোসেন জাহিদ পারভেজসহ অনেকে।
আমিরাতে আজমানের সানাইয়ায় স্থাপিত এই স্বাস্থ্য কেন্দ্রে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশী প্রবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে দেওয়া হবে। পাশাপাশি ঔষধ বিতরণ কার্যক্রমও হাতে নিয়েছে "আমার ক্লিনিক "এর পক্ষ থেকে।তাছাড়া আর্থিকভাবে অসহায় প্রবাসীদের যেকোনো সময় স্বাস্থ্যসেবা দেওয়া হবে এই স্বাস্থ্য কেন্দ্রে।
শারজাহ ও আজমানে "আমার ক্লিনিকের" দুটি চিকিৎসা কেন্দ্রে বর্তমানে বাংলাদেশী ডাক্তার ও সেবিকা মিলিয়ে প্রায় ২০জনের অধিক কাজ করছে এ প্রতিষ্ঠানটিতে।প্রবাসীদের কথা চিন্তা করে আগামীতে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিতে আরো বেশ কিছু ডাক্তার ও সেবীকা অচিরেই নিয়োগ দানের সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়েছেন কতৃপক্ষ।
সবশেষে প্রবাসী বাংলাদেশি ও নতুন এউ ক্লিনিকের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন এস এম মোদাসসের শাহ৷