ফুল মানেই অপার সৌন্দর্যের এক নাম। প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি হল ফুল। যেকোনো মানুষের মনকে প্রফুল্ল করতে ফুলের জুড়ি নেই। আর তা যদি কোটি কোটি ফুলের সমারোহ তবে তো কথাই নেই। মরুভূমির বুকে গড়ে উঠেছে ফুলের বাগান। মরুভুমির উত্তপ্ত বালিতে যেখানে গাছ খুঁজে পাওয়াটা দুষ্কর, সেখানে বাগান তো কল্পনাতীত। দুবাই সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সেটিই বাস্তব রূপ পেয়েছে। একে বাগান না বলে ফুলের রাজ্যই বলা চলে। এটি বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান। কোটি কোটি ফুলের সমারোহ নিয়ে এই মিরাকল গার্ডেন যেন এক ফুলের সাম্রাজ্য।