বুর্জ খলিফা, দুবাই
বুর্জ খলিফা - বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন যা ৪ঠা জানুয়ারী ২০১০ তারিখে উদ্বোধন করা হয়েছে। এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি "দুবাই টাওয়ার" নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে "বুর্জ খলিফা" রাখা হয়। এটির উচ্চতা ৮২৮ মিটার (২,৭১৭ ফু)। এটি তাইওয়ানের তাইপে ১০১ টাওয়ার থেকে ১,০০০ ফুটেরও বেশি উচ্চতর। "তাইপেই ১০১" ভবনটির উচ্চতা ৫০৮ মিটার (১,৬৬৭ ফু)। ২০০৪ থেকে ২০০৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত এটিই ছিল পৃথিবীর উচ্চতম স্থাপনা। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত উইলিস টাওয়ারটি ৪৪২ মিটার (১,৪৫০ ফু) উঁচু। "বুর্জ খলিফা" এতই উঁচু একটি ভবন যে নিচতলা আর সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য ১০° সেলসিয়াস।
![](https://uae.ntvbd.com/sites/default/files/styles/gallery_items/public/gallery-images/2020/08/20/171006093608tyzi_0.jpg?itok=2cQpAnM1×tamp=1597938397 750w)
১ / ৪
![](https://uae.ntvbd.com/sites/default/files/styles/gallery_items/public/gallery-images/2020/08/20/b_o_-1811210621.jpg?itok=hMFDl3Kr×tamp=1597938397 700w)
২ / ৪
![](https://uae.ntvbd.com/sites/default/files/styles/gallery_items/public/gallery-images/2020/08/20/ua-5c9a760c22435.jpg?itok=OfWC5Tsb×tamp=1597938397 700w)
৩ / ৪
![](https://uae.ntvbd.com/sites/default/files/styles/gallery_items/public/gallery-images/2020/08/20/burjh_khalifa_2__0.jpg?itok=Z9gu17Ae×tamp=1597938397 578w)
৪ / ৪