বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েল ফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল
বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরা বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও অবকাঠামো তৈরিতে মূখ্য ভূমিকা পালন করে আসছেন৷ বিশ্বের দেশে দেশে বাংলাদেশি প্রকৌশলীদের রয়েছে যথেষ্ট গ্রহণযোগ্যতা।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েল ফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এমন মন্তব্য করেছেন।
ইঞ্জিনিয়ার খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
প্রকৌশলী কাইয়ুম হোসেন ও জাহাঙ্গীর আলম রুপুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনস্যুলেটের দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন, মাহবু আলম মানিক সিআইপি, ইঞ্জিনিয়ার আশিশ কুমার, জাহাঙ্গীর হোসেইন, সামছুল আলম, শেকুল ইসলামসহ অনেকেই।
বক্তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতে বাংলাদেশি প্রকৌশলীদের আলাদা সম্মান রয়েছে। তাদের অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে তথ্য প্রযুক্তিতেও আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের অবদান রয়েছে।