আমিরাত থেকে ২৩ বছরের যুবকের লাশ পৌঁছলো টুঙ্গিপাড়ায়
মাত্র ২৩ বছর বয়সে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে লাশ হয়ে বাক্সবন্দি দেশে ফিরলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া রামচন্দ্র গ্রামের মোহাম্মদ নাঈম লস্কর।
তিনি ২২ এপ্রিল দুবাইয়ে স্ট্রোক করে ইন্তেকাল করেন। দীর্ঘদিন লাশ মর্গে থাকার পর বৃহত্তর ফরিদপুর সমিতির উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় ২৯ মে তার লাশ দেশে পাঠানো হয়।
সমিতির পক্ষ থেকে বাংলা এক্সপ্রেসকে জানান, প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে লাশটি দেশে পাঠায় বৃহত্তর ফরিদপুর সমিতি৷ প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্য নিয়েই এই সমিতির সৃষ্টি। সুতরাং প্রবাসীদের বিপদে-আপদে পাশে থাকাই তাদের মূল কাজ বলে জানান সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক বুলবুল আহমেদ মুকুল, মিজানুর রহমান, মোস্তাফাফিজ, তপন, নজরুল, পান্নু, মাহবুবা, সফিক সহ অনান্য সদস্যরা।