আমিরাতে 'সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্রান্ডিং' শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স অনুষ্ঠিত
ব্যাংকিং খাতের সেবার মান বৃদ্ধি করে বৈধ পথে রেমিট্যান্স দেশে নিতে পারলে ডলার সংকট কমবে৷ প্রবাসীদের সেবার ক্ষেত্রে অবহেলা করা যাবে না। প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে৷
সোমবার (১৮ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে সেন্টার ফর এনআরবির আয়োজনে ‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্রান্ডিং’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। গেস্ট অফ অনার ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউএই রাষ্ট্রদূত মাহেরী সায়েদ, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইন হোসেন।
বক্তারা দেশের উন্নয়নের বিষয় উল্লেখ করে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু এনআরবি তথা প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পরও তারা অবহেলিত। বিমান ভাড়া থেকে শুরু করে প্রবাসীদের বিভিন্ন রাষ্ট্রীয় সেবায় যথেষ্ট ঘাটতি রয়েছে। দীর্ঘদিন থেকে রাষ্ট্রীয় খরচে দেশে লাশ প্রেরণের বিষয়টিও এখনো সমাধান হয়নি৷ দুবাই ও উত্তর আমিরাতে সরকারি খরচে একটি স্কুলের যথেষ্ট প্রয়োজন রয়েছে। বক্তারা বিদেশের মাটিতে স্কিল কর্মের মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মশিউর রহমান সকলের বক্তব্য ও অভিযোগ শুনেন এবং এর থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার অঙ্গীকার করেন।
এনআরবি সেন্টারের চেয়ারপার্সন সেকিল চৌধুরী কনফারেন্সে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করায় উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে এর সমাধানকল্পে কাজ করে যাচ্ছে এনআরবি। সকল প্রবাসীর সহযোগিতায় আমরা এর থেকে উত্তরণ ঘটাবো ইনশাআল্লাহ। তিনি বিদেশে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- মোহাম্মদ সানোয়ার চৌধুরী, ড. এইচএম আসাদ উল্লাহ চৌধুরী, সিআইপি মোহাম্মদ মাহাবুবুল আলম মানিক, মো. আব্দুল আলিম, মো. আবু হেনা চৌধুরী, সাইফুর রহমান, প্রকৌশলী সরফরাজ, মিসেস আবিদা হোসেন, শাহাদাত হোসেন, এমডি আলম প্রমুখ।