বাংলাদেশ সমিতি ফুজাইরার উদ্যোগে কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের সম্মানে ইফতার মাহফিল

সংযুক্ত আরব আমিরাত সরকারের নিবন্ধিত বাংলাদেশ সমিতি ফুজাইরার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার ফুজাইরার পাঁচ তারকা আল বাহার হোটেলে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কূটনীতিকদের মিলনমেলা ঘটে।
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতারের আগে আলোচনা সভায় সমিতির সভাপতি মুহাম্মদ কফিল উদ্দিন বেলাল সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মাসুদ পারভেজ ও সহ-সম্পাদক হেলাল নূরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান, ফুজাইরাহ আমিরি কোর্টের ডিরেক্টর ওব ফাইন্যান্স আলী মোস্তাফা মোহাম্মদ তেজালি, কমিউনিটি পুলিশের ম্যানেজার মেজর আহমদ, ফুজাইরাহ সিটি পুলিশের কর্মকর্তা কর্ণেল হামাদ মোল্লা, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, আব্দুস সালাম তালুকদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ করে, আমিরাত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ফুজাইরাহতে বসবাসরত প্রায় ৭০,০০০ বাংলাদেশি নাগরিকের কল্যাণে এই সংস্থাটি পাসপোর্ট ও কনস্যুলার পরিষেবা প্রদান করে আসছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের সব ধরনের সহায়তায় তারা সর্বদা প্রস্তুত। তারা আরও জানান, ফুজাইরাহতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে, পাসপোর্ট ও কনস্যুলার সেবা প্রদানের মাধ্যমে তারা প্রবাসীদের সহযোগিতার চেষ্টা করছেন।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, তারা ফুজাইরাহতে বসবাসরত প্রতিটি বাংলাদেশি নাগরিকের পাশে দাঁড়াতে চায়। তাদের লক্ষ্য হলো, প্রবাসীদের যেকোনো প্রয়োজনে সহায়তা করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সদস্যরা ফুজাইরাহতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
প্রপবাসীরা সমিতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি করে তাদের কল্যাণে কাজ করবে।