আমিরাতে ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিল ‘বাংলা এক্সপ্রেস কোভিড-১৯’ টিম
সংযুক্ত আরব আমিরাত করোনার সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণের পাশাপাশি করোনার নির্মূলে বিশ্বের অন্যান্য দেশের মতো এগিয়ে এসেছে। চীনের আবিষ্কৃত ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা আমিরাতে করার অনুমতি দিয়েছে।
১৭ জুলায় থেকে আমিরাতে মানব শরীরে ভ্যাকসিনের তৃতীয় ট্রায় চালু হয়। ইতোমধ্যে প্রায় ১৮ হাজার মানুষ স্বেচ্ছায় ভ্যাকসিন ট্রায়ালা অংশ গ্রহণ করেছে। আমিরাতের বাংলাদেশ কমিউনিটির অন্যতম স্বেচ্ছাসেবক টিম ‘বাংলা এক্সপ্রেস কোভিড-১৯’ ২৩ থেকে আগস্ট ভ্যাকসিন নেয়া শুরু করেছে। প্রথমেই টিমের অন্যতম সদস্য এস,এম মোদাচ্ছের শাহ ভ্যাকসিন নিয়েছেন। পর্যায়ক্রমে অন্যান সদস্যরাও ভ্যাকসিনটি গ্রহণ করবে।
আমিরাতে স্বেচ্ছায় ভ্যাকসিন গ্রহণকারীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ উপহার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে। ভ্যাকসিনটি যেকোনো সুস্থ ব্যক্তি গ্রহণ করার সুযোগ রয়েছে। যেসকল ব্যক্তি ভ্যাকসিন গ্রহণ করবেন তাদের স্বাস্থ্য সুরক্ষার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা ভ্যাকসিন গ্রহণ করেছেন।
এদিকে বাংলা ‘এক্সপ্রেস কোভিড-১৯’ টিম এর আগে লকডাউনের সময় আমিরাত সরকারের সঙ্গে বাংলাদেশিদের সেবায় নিয়োজিত ছিল। তারা প্রবাসীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও খাদ্য সামগ্রী বিতরণে যথেষ্ট ভূমিকা রাখে।