দুবাই এক্সপোতে "Colors of Bangladesh" কফি টেবিল বুক

এক্সপো ২০২০ তে "Colors of Bangladesh" নামে একটি কফি টেবিল বুক প্রকাশ করে আইডিয়া গ্যালারী।
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদের তথ্য উপাত্তের সাথে রয়েছে বাংলাদেশের উৎসব পার্বনের কথা। রয়েছে নৃতাত্বিক ইতিহাস, ইতিহাসকে ধরে রাখা ভাস্কর্যের পরিচিতি আর সৌন্দর্যমন্ডিত বাংলাদেশের পর্যটন। আইডিয়া গ্যালারীর প্রকাশনা সহযোগী বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরো। সাথে আছে ওয়ালটন, স্কয়ার, ইনসেপ্টা ফার্মাস্উটিকেলস, বিআরবি ক্যাবল্স, এরিস্টোফার্মা এবং গুজ লেদার। পরিকল্পনা, ডিজাইন জর্জ খান। মুদ্রন সহযোগী সাহরা এডভার্চাইজিং।