সেবাগ্রহীতাদের সরাসরি সেবা গ্রহণে উৎসাহিত করে কনস্যুলেট
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ে সেবাগ্রহীতাদের সরাসরি সেবা গ্রহণে উৎসাহিত করা হয়৷ মাধ্যম ধরে কনস্যুলার সেবা গ্রহণের কোনো কারণ নেই৷ কনস্যুলেট সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের নবনিযুক্ত কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কনস্যুলেটের প্রেস উইং আরিফ রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার, দূতালয় প্রধান আশাফাক হোসেন, কাউন্সেলর আব্দুস সালাম, পাসপোর্ট প্রথম সচিব মোহাম্মদ কাজী ফয়সাল, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফসহ প্রবাসী সাংবাদিকরা ।
নবনিযুক্ত কনসাল জেনারেল বলেন, 'অগ্রাধিকারের ভিত্তিতে প্রথম কাজ হচ্ছে প্রবাসীদের সেবা প্রদান সহজিকরণ করা। প্রবাসীরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হোন সেদিকে আমাদের নজর থাকবে। আমিরাতের সঙ্গে বাংলাদেশের চমৎকার কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এটিকে বাণিজ্যিক রূপ দিতে নানা কর্মপদ্ধতি হাতে নেওয়ার পরিকল্পনা চলছে৷'
তিনি বলেন, 'রেমিট্যান্স প্রেরণের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি পরিমাণ বাড়ানোর জন্য কি করণীয় সেটি নিয়েও আমরা কাজ করছি৷ রেমিট্যান্স যতো বেশি দেশে যাবে দেশ ততো সমৃদ্ধ হবে৷
মতবিনিময় সভায়, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত তুলে ধরেন সাংবাদিকরা৷ বিশেষ করে কনস্যুলার সেবা আরও সহজিকরণ, কনস্যুলেটে তথ্য কেন্দ্র স্থাপন, শীতাতপ নিয়ন্ত্রিত প্রাঙ্গণ, কনস্যুলেটকে দালাল মুক্ত রাখতে উদ্যোগ গ্রহণ, সামাজিক ও জাতীয় দিবসে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ নিয়েও আলোচনা হয়৷