আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন গালফ কেয়ার ট্রাভেল এজেন্সির উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতে সততার সঙ্গে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা৷ নিজেদের উন্নতির পাশাপাশি রেমিট্যান্স পাঠিয়ে দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখছেন৷ বিমান ভাড়া কমালে প্রবাসীরা সহজে দেশে যাতায়াত করতে পারতো৷ কিন্তু বিমান ভাড়া বেশি হওয়ার কারণে যেতে চাইলেও প্রবাসীরা যেতে পারে না৷
আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশি যৌথ মালিকানাধীন গালফ কেয়ার ট্রাভেল এজেন্সির
উদ্বোধনকালে উপস্থিত অতিথিরা এসব কথা বলেন৷ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন স্থানীয় স্পনসর হোসেন আল আলী, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল ও বাবু কমল পাল। এসময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল আমিন, ইঞ্জিনিয়ার আশীষ বড়ুয়াসহ প্রবাসী বাংলাদেশিরা৷
ট্রাভেলের সত্ত্বাধিকারীরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সহজ ও সল্প সময়ের মধ্যে সেবা প্রদান করা হবে৷ অত্র এলাকায় বসবাসরত প্রবাসীদের সহযোগিতাও কামনা করেন।
সবশেষে ব্যবসা-বাণিজ্যের উন্নতি, সাধারণ প্রবাসী ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দ্বারা অব্যাহত চেয়ে দোয়া করা হয়৷