আমিরাতে ক্ষুদে প্রবাসী বাংলাদেশি লেখক রুহিনের বই প্রকাশ
সংযুক্ত আরব আমিরাতের আকাশে নতুন এক সুগন্ধি ছড়িয়েছে। দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে ৪,৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বই মেলা৷ প্রথমবারের মতো আয়োজিত এই সুগন্ধিতে মুগ্ধ সাহিত্যপ্রেমী বাংলাদেশি প্রবাসীরা।
তিন দিনব্যাপী বই মেলায় ছিল উপচেপড়া ভীড়। বই মেলায় আমিরাতে বেড়ে ওঠা নতুন প্রজন্মদের উপস্থিতিও কম ছিল না। বাবা-মায়ের হাত ধরে প্রতিদিনই শিশুরা এসেছে এই মেলায়। স্টলে স্টলে ঘুরে বাবা-মায়ের সঙ্গে পছন্দের বই খুঁজে। ৩০টি বইয়ের স্টলের মধ্যে কিছু স্টলে শিশুদের গল্প, উপন্যাস, ছড়াসহ অনেক বই ছিল। প্রবাসী শিশুদের পছন্দের বই কিনে দিয়েছেন বাবা-মা।
রুহিন হোসেনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা পাওয়া গেল৷ সে বই মেলায় পাঠকের পাশাপাশি একজন গল্পকার হিসেবে এসেছে। বই মেলার প্রথম দিন তাঁর ইংরেজি গল্পের বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এমন ভিন্নতা আলো ছড়িয়েছে বই মেলায়। কারণ এতো অল্প বয়সে নিজের লেখা বই প্রকাশ করা লেখকের সংখ্যা খুবই কম। আমিরাতে এমনটা অবশ্যই প্রথম।
রুহিন হোসেনের 'Big Blast of Brilliant Stories’ বইতে শিশুদের জন্য শিক্ষণীয় ১৫টি গল্প রয়েছে।
বর্তমান সময়ের শিশুদের ইন্টারনেট আসক্তি, অতিমাত্রায় মোবাইল ব্যবহারের অভিযোগ হাজারো বাবা মায়ের। এমন সময়ে এসে ১১ বছরের রুহিন হোসেনের ব্যতিক্রম চিন্তা ও সাহিত্যের প্রতি ভালোবাসার কারণ জানতে চাইলে রুহিন বলে, 'আমার বাবা একজন কবি ও লেখক তাই হয়তো লেখালেখি আমার মনে স্থান করে নিয়েছে। আমার বয়স যখন ৭ বছর তখনই বইটি লিখা শুরু করি। মাঝপথে কিছুদিন বন্ধ রেখে গেল কয়েকমাস থেকে আবার চালু করি।'
রুহিন হোসেনের দেশের বাড়ি গোপালগঞ্জ। তার বাবা একজন কবি, চিত্রশিলপী ও কূটনীতিক। মা চিত্রশিল্পী।
ক্ষুদে লেখক দুবাইয়ের শেফিল্ড প্রাইভেট স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র। তার বড় ভাই জাহিন হোসেন একই স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ছে। রুহিন হোসেনের দাদা এবং নানা বীর মুক্তিযোদ্ধা।