আবুধাবিতে বাংলাদেশি প্রকৌশলীদের ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন "ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অফ বাংলাদেশ – আবুধাবি" এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান গতকাল জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আবুধাবির রয়েল গুজরাট রেস্টুরেন্টের হলরুমে, যেখানে শতাধিক প্রকৌশলী এবং তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইজাজ কলিম তাঁর স্বাগত বক্তব্যে বিগত কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। এরপর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থার রূপরেখা উপস্থাপন করেন।
দেশে অবস্থান করায় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না থাকতে পারলেও নবনির্বাচিত কমিটির সভাপতি প্রকৌশলী আফজাল হুসাইন ভূঁইয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সবার প্রতি শুভেচ্ছা জানান এবং সংগঠনের উন্নয়ন কামনা করেন।
প্রকৌশলী আবদুল আউয়াল এবং প্রকৌশলী পারভিনের যৌথ পরিচালনায় অংশগ্রহণ করেন এবং মূল্যবান মতামত প্রদান করেন বিশিষ্ট প্রকৌশলীরা—প্রকৌশলী হামিদুল হক, প্রকৌশলী আবু ইস্কান্দার, প্রকৌশলী জাকির হোসাইন খান, প্রকৌশলী মুজিবুর রহমান প্রমুখ।
সভায় বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী ইজাজ কলিম নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি নতুন সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান আগামী দিনের কার্যক্রম, লক্ষ্য ও সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের অতীত সাফল্য ও অবদান স্মরণ করেন এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডে আরও অংশগ্রহণমূলক ও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে প্রকৌশলী আহমদ হোসেন চৌধুরী প্রবাসে প্রকৌশলীদের সামাজিক ও পেশাগত উন্নয়ন এবং বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি—এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।