বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের আয়োজনে আজমানে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি অনুষ্ঠিত হয়েছে। দেশটির আজমানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের 'দুয়ারে কনস্যুলেট' এর উদ্যোগে এবং কাবাডি ফেডারেশনের সহযোগিতায় খেলায় অংশ নেয় ৪টি দল। খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল জামাল হোসেন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ খেলোয়াড় ও আগত বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিযোগিতাটি বেশ জমে ওঠে।
এ সময় কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রবাসীরা খেলা উপভোগ করেন। খেলা দেখে আনন্দ প্রকাশ করে দর্শকরাও। ফাইনালে আবুধাবিকে ৮-৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুবাই। অংশগ্রহণকারী খেলোয়াড়রা জানান, প্রবাসের মাটিতে নিয়মিত খেলার সুযোগ পেলে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে সতেজ থাকা যাবে৷
কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেছেন, কাবাডি খেলার ঐতিহ্য রক্ষা ও দূর প্রবাসে এর প্রসার ও প্রচারের লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের উদ্যোগ অব্যাহত থাকবে। এতে করে প্রবাসীদের মধ্যে প্রতিভাবান খেলোয়াড়েরা নিজেদের প্রকাশ করতে পারবেন৷
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেছেন, বাংলাদেশে এখনো কাবাডি জনপ্রিয়। এ জনপ্রিয়তা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে কাবাডি ফেডারেশন নতুন নতুন কর্মসূচি হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় শিগগিরই আমিরাতে একটি বড় টুর্নামেন্ট করার পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে আজকের এই আয়োজন। আমিরাত প্রবাসীরা আজকের আয়োজনকে এভাবে গুরুত্ব দেবেন ভাবতেই পারিনি। প্রবাসীদের উৎসাহ উদ্দীপনা বড় করে টুর্নামেন্ট আয়োজন করতে প্রেরণা দেবে৷
আবুধাবি, দুবাই, শারজাহ ও আজমান টিম খেলায় অংশ নেয়৷ প্রথম রাউন্ডে আবুধাবি ২২-১৩ পয়েন্টে আজমানকে পরাজিত করে। দুবাই ১৪-৭ পয়েন্টে শারজাহকে পরাজিত করে৷
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুব আলম মানিক সিআইপি, ইসমাইল গনি, মাজহারুল্লাহ মিয়া, শাফায়াত, বুলবুল আহমদ মুকুল প্রমুখ।