আমিরাতে শ্রমিক দলের স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে দেশের মানুষ খুব কষ্টে আছে। দিনদিন খাদ্য সামগ্রী ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। গণমাধ্যমে খবর প্রচার হয়েছে পবিত্র রমজান মাসে খেয়ে না খেয়ে মানুষ রোজা রাখতে হচ্ছে৷ জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের মানুষ এভাবে কষ্ট করেনি৷ আওয়ামিলীগ যখনই ক্ষমতায় থাকে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়।
শুক্রবার (৩০ মার্চ) জাতীয়তাবাদী শ্রমিক দল রাস আল খাইমার আয়োজনে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
রাস আল খাইমা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হেফাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন। প্রধান বক্তা ছিলেন ইউএই শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম এরশাদুল আলম, বিশেষ অতিথি ছিলেন শহিদুল ইসলাম শহিদ, শাহীনুর শাহীন, এস এম নাসির, মোদাসসের শাহ, আহাদ চৌধুরী, তরিকুল ইসলাম, আমজাদ হোসেন, ইসমাইল হোসেন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শাহাদাত, ইলিয়াস কাঞ্চন, ইউনুস প্রমুখ।
বক্তারা বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই৷ বাস্তবতা তুলে ধরলে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়ে মামলা দিচ্ছে৷ একের পর এক সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছেন৷
তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে আগামী দিনের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান বক্তারা।
ইফতার পূর্ববর্তী সময়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়৷