দুবাই মিরাকল গার্ডেন, প্রায় ৪৫ মিলিয়নেরও বেশি ফুলের অপূর্ব সমাহার
ফুল মানেই অপার সৌন্দর্যের এক নাম। প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি হল ফুল। যেকোনো মানুষের মনকে প্রফুল্ল করতে ফুলের জুড়ি নেই। আর তা যদি কোটি কোটি ফুলের সমারোহ তবে তো কথাই নেই। মরুভূমির বুকে গড়ে উঠেছে ফুলের বাগান। মরুভুমির উত্তপ্ত বালিতে যেখানে গাছ খুঁজে পাওয়াটা দুষ্কর, সেখানে বাগান তো কল্পনাতীত। দুবাই সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সেটিই বাস্তব রূপ পেয়েছে। একে বাগান না বলে ফুলের রাজ্যই বলা চলে। এটি বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান। কোটি কোটি ফুলের সমারোহ নিয়ে এই মিরাকল গার্ডেন যেন এক ফুলের সাম্রাজ্য।
অসাধারণ এই ফুলের বাগানটি অবস্থিত দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে। এই বাগানটি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বড় ফুলের বাগান হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছে। অনেক দুর্লভ প্রজাতির ফুলসহ হরেক রকম প্রজাতির প্রায় ৪৫ মিলিয়নেরও বেশি ফুলের অপূর্ব সমাহার রয়েছে দুবাই মিরাকল গার্ডেনে। এই ফুল বাগানটির আয়তন ৭২ হাজার বর্গমিটার। প্রকৃতি প্রেমীদের কাছে এটি এক স্বর্গ-ক্ষেত্র। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে ফুল আনা হয়েছে। এখানে এমন কিছু ফুল আছে যা এই অঞ্চলের না। আপনি যখন এই বাগানে প্রবেশ করবেন তখন আপনার মনে হবে এ শুধু বাগান নয়, এ এক আস্ত ফুল দিয়ে সাজানো রাজ্য। সাজানো গুছানো অত্যন্ত মনোরম পরিবেশের এই বাগানটিতে প্রবেশ করতেই ফুলের সৌরভে যেকারোই প্রাণ জুড়িয়ে যাবে। মনে হবে যেন ব্যস্ত জীবন থেকে প্রবেশ করেছেন অনাবিল শান্তির এক জগতে। এখানকার ফুল, ফুলের ঘ্রাণ সবকিছুই আপনাকে বিমোহিত করবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক আসেন এই বিশাল ফুলের বাগান দেখতে।
বিশ্বের সবচেয়ে রঙিন স্থান হিসেবেও উঠে আসে দুবাই মিরাকল গার্ডেনের নাম। পুরো বাগানটিকে সাজানো হয়েছে বিভিন্ন রকম রঙিন ফুলের গাছ দিয়ে। এই ফুল গাছগুলোকে আবার হার্ট, তারা, গাড়ি, ইগলু, প্লেন, প্রজাপতি, চায়ের কাপ, ফুল ঘড়ি, মৎস্য কন্যা, পিরামিড, ছোট পাহাড়, হৃদ, পানির ফোয়ারা, রয়েছে তাজা ফুল দিয়ে সজ্জিত প্রতীকী চিহ্ন গাড়ি, নৌকা, ময়ূর, বক, ছোট ছোট কুঁড়েঘর, দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ আল-খলিফা। এমনকি আমিরাতের শাসক থেকে শুরু করে অনেকের ছবি সাজানো রয়েছে তাজা ফুল দিয়ে যা বিনোদন-প্রিয় পর্যটক আকর্ষণে বাড়তি আর এক আয়োজন। বিভিন্ন আকৃতির রূপ দেয়া হয়েছে। সব কিছুই করা হয়েছে নানা জাতের ফুল গাছ দিয়ে।
এছাড়াও এখানে রয়েছে ওপেন পার্কিং, ভিআইপি পার্কিং, সিটিং এরিয়া, নামাজের আলাদা জায়গা, টয়লেট, হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জায়গা থেকে শুরু করে যাবতীয় সবকিছুর সুবিধা।
বাগানটি এতো বড় যে সারাদিন দেখেও শেষ করতে পারবেন না। সব কিছু ভালো মতো দেখতে চাইলে আপনার সারাদিন শেষ হয়ে যাবে।
সময়সূচী
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে।
টিকেট মূল্য
বয়স ৩-১২ পর্যন্ত ৪০ দিরহাম, বয়স ১২ ঊর্ধ্বে ৫৫ দিরহাম
বিকলাঙ্গ ও ৩ বছর পর্যন্ত বয়সী শিশুর ফ্রি।
বিস্তারিত দুবাই মিরাকল ফ্লাওয়ার গার্ডেন এর ওয়েবসাইটে দেখে নিন।