আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতে লাখো মানুষ পানিবন্দি

মধ্যপ্রাচ্যর দেশ সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে পানিবন্দি লাখো মানুষ। সোমবার (১৫ এপ্রিল) মধ্যরাত থেকে দেশটির ৭টি প্রদেশে বজ্রপাত ও ঝড় হাওয়াসহ ভারী বর্ষন শুরু হয়। ভারী বৃষ্টিপাতের কারণে ইতোমধ্যে রাষ্ট্রীয়ভাবে জনসাধারণকে নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে৷ বৃষ্টির কারনে গণপরিবহনগুলো চলাচল বিগ্ন ঘটার পাশাপাশি বহু বাসাবাড়ি ও দোকান-পাটে পানি ঢুকে পড়েছে৷
বৈরী আবহাওয়ার ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক একাধিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বৃষ্টিতে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্ব - শরীরে পাঠদান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভার্চুয়াল পাঠদান অংশগ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।

এছাড়াও দেশটিতে বৃষ্টির ফলে পাহাড় বেষ্টিত অঞ্চল বিশেষ করে রাস আল খাইমা, আল আইন, হাত্তা, আজমান ও শারজাহ এর বিভিন্ন স্থানে জমে থাকা অতিরিক্ত বৃষ্টির পানি ও পাহাড় ধস এবং ভাঙ্গনের ফলে সাময়িক সড়ক যোগাযোগ বিগ্ন হয়েছে।
আবুধাবির কাপড় ব্যবসায়ী দোকানী শাকুর মিয়া বলেন, ' বৃষ্টির পানি দোকানে প্রবেশ করায় আপাতত দোকান বন্ধ রাখতে হচ্ছে৷ পানি চলে যাওয়ার পর মেরামত করার প্রয়োজন দেখা দেবে৷ বলতে গেলে বেশ ভোগান্তির মধ্যে পড়ে গেলাম।'
আজমানের প্রবাসী হৃদয় বলেন, 'সকাল থেকে কর্মস্থলে যেতে পারছি না৷ রাস্তায় হাটু পানি আর বাসার আশেপাশে প্রচুর জ্যাম৷ আশেপাশের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়াতে খাবারের বেলায়ও সমস্যা দেখা দিয়েছে।'