দুবাইতে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘জনকের অনন্তযাত্রা’
পনেরই আগস্ট রাতের শেষ প্রহরে ধানমন্ডির ৩২ নম্বরে সংঘটিত হয় ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ড। ঘাতকের বুট ও বন্দুকের গুলির আওয়াজে প্রকম্পিত হয় জাতির পিতার বাড়ি। সপরিবারে নিহত হন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির স্বাধীনতার ইতিহাসের প্রতিটি শব্দ, প্রতিটি পঙক্তি, প্রতিটি পাতার রচয়িতা যিনি তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালের বিবর্তনে যাতে আমাদের মহাবিজয়ের মহানায়কের অন্তিম যাত্রার ঘটনা প্রবাহ বাঙ্গালি জাতি বিস্মৃত হয়ে না যায় সে জন্যই নির্মিত হয়েছে নাটক “জনকের অনন্তযাত্রা”। নাটকটি মুজিব শতবর্ষ পালন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা। শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশের ৬৪ টি জেলায় নাটকটি প্রদর্শিত হয়েছে।
এই ঐতিহাসিক নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা। বাংলাদেশের পরে এই প্রথম দেশের বাহিরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশি প্রবাসীদের দ্বারা মঞ্চস্থ হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত নাটক জনকের অনন্তযাত্রা।
এই নাটকে নতুন মুখের পাশাপাশি অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ অভিনেতাও আছেন যারা দেশে এক সময় নাটক করতেন, এই নাটকে অভিনয়ের পাশাপাশি অভিনেতা মেহেদী হাসান সহকারী পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
এই নাটকে চারটি চরিত্র বাংলাদেশ থেকে আসছেন যারা এই নাটকটি বাংলাদেশে করতেন, মধ্যে অভিনেতা আজিজুল হাকিম একজন। এই নাটকটি আরব আমিরাতে মঞ্চস্থ হচ্ছে জেনে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই সার্বিক ব্যবস্থাপনায় ও প্রবাসীদের নাট্যদল ‘হিজল নাটমঞ্চ’র প্রথম প্রযোজনা হিসাবে মঞ্চে আসছে এই নাটকটি, আগামী ৯ সেপ্টেম্বর রাত ৮টায় শারজাহ আল কাসবা অডিটরিয়ামে। এই নাটকটি প্রবাসী দর্শক দেখতে পারবেন ফ্রি ইনভিটেশন এর মাধ্যমে আর ফ্রি দেখার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ কনসুলেট জেনারাল দুবাই।