আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির বর্ষপূর্তি উদযাপন
সংযুক্ত আরব আমিরাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের জনপ্রিয় সেটেলাইট টেলিভিশন এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (৩ জুলাই) শারজার নুর আল হেলাল রেস্টুরেন্টের হলরুমে এনটিভি ফোরামের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
এসময় তিনি বলেন, দেশের জনপ্রিয় টেলিভিশন এনটিভি সাফল্যের ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে। এনটিভি এখন আরও নতুন, আরও তারুণ্যদীপ্ত, অগ্রগামী—দর্শকের পছন্দের শীর্ষে। এনটিভি প্রবাসীদের হাসি-কান্না, দুঃখ-কষ্ট, সফলতা এবং সমস্যা সমাধানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে যাচ্ছে৷
এনটিভি ফোরামের সভাপতি মুহাম্মদ রাজা মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হকের সঞ্চালনায় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে শুরুতে কুরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ মুহাম্মদ। স্বাগত বক্তব্য দেন নেসার রেজা খান৷
এসময় টেলিভিশনের বর্ষপূর্তিতে শুভেচ্ছা বক্তব্য দেন, কনস্যুলেটের পাসপোর্ট সচিব কাজী ফয়সাল আহমদ, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার, ইসমাইল গণি, ইয়াসমিন মেরুনা, শেফালী আকতার আখি, শামসুন নাহার স্বপ্না, বুলবুল আহমেদ মুকুল, শিকদার শাফায়াত উল্লাহ, সাংবাদিক শিবলী আল সাদিক, সাংবাদিক সাইফুল ইসলাম, মাহমুদ, আব্দুর রহমান, আইহাম প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, বিনোদনপ্রেমী মানুষের কাছে এনটিভির গুরুত্ব সম্পূর্ণ আলাদা৷ ভিন্নমাত্রার অনুষ্ঠানমালা এনিটিভিকে জনপ্রিয় করে তুলেছে৷ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দেওয়ায় প্রবাসেও জনপ্রিয়তার শীর্ষে এনটিভি৷
বক্তারা, এনটিভির কাছে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানান৷ বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের হাসি-কান্না, সুখ-দুঃখ, সমস্যা ও সমাধান তুলে ধরার দাবিও জানান৷
সবশেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের সমাপ্ত হয়৷