বর্তমান প্রেক্ষাপট ও এয়ারলাইন্স
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পুরো বিশ্বকে থমকে দিয়েছে, প্রায় প্রতিটি দেশ থেকে প্রাবসিরা কর্মহীন হয়ে ফিরে যেতে হচ্ছে। বেশির ভাগ প্রবাসীই নুন্যতম বেতন ও ইন্ড অফ সার্ভিস বেনিফিট ও ঠিক ভাবে না পেয়ে ফিরে যেতে হচ্ছে খালি হাতে। এমনকি তারা দেশে যাওয়ার টিকেট ও কোম্পানি থেকে পাচ্ছে না, এমন অবস্থায় এয়ার লাইন্সগুলো রীতিমতো মরার উপর খড়ার ঘা হয়ে প্রবাসিদেরক পাগল করে দিচ্ছে।
আমরা বুঝতে পারি, পরিস্থিতির প্রেক্ষাপটে এয়ারলাইন্সগুলো নিজেদেরকে পুষিয়ে নেয়ার জন্য মাত্রাতিরিক্ত টিকেটের মূল্য নিচ্ছে, কিন্তু একবার ভেবে দেখা উচিৎ এই সব নিরীহ মানুষগুলো কিভাবে দিগুণ টিকেটের মূল্য দিবে ? সেই ক্ষেত্রে আমরা প্রবাসীরা মনে করি সরকার থেকে এই রেমিটেন্স যোদ্ধাদের পাশে দাঁড়ানো এখন খুবই প্রয়োজনীয়, সরকার চাইলে সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রবাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে বাংলাদেশ সরকার আমাদের জাতীয় এয়ারলাইন বিমানের টিকেট মূল্য কমিয়ে এই সব নিরীহ প্রবাসীদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এখন সময়ের দাবি মাত্র, এর মাধ্যমে হলেও এই সব রেমিটেন্স যোদ্ধাদের প্রতি একটা সন্মান দেখাতে পারে সরকার।
সবশেষে, সরকারের শুভ বুদ্ধির উদয় হোক এবং আমরা প্রবাসীরা ও যে যেই দেশে আছি সেই দেশের সরকারের প্রত্যেকটা নিয়ম কানুন মেনে চলি এবং একে অপরের প্রতি খেয়াল রেখে যত্নশীল হই, একে অপরকে সাথে নিয়ে ভাল থাকার চেষ্টা করি, কারণ……জীবন তো একটাই।
লেখকঃ মোহাম্মদ নাজমুল হক