প্রবাসীদের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রবাসীদের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে৷ রেমিট্যান্স যোদ্ধাদের অবহেলা করা কিংবা তাদের দাবি উপেক্ষা করার সুযোগ নেই৷
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ এর কার্যনির্বাহী কমিটি গঠন ও মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ এর উপদেষ্টা কালাম মাহমুদ।
মোতাব্বির হোসাইন রাজু ও শহিদ সারোয়ার এর যৌথ পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইয়াছিন আলী। বক্তব্য রাখেন নাছির উদ্দীন মিলন, নুর নবী খোকন, শাহ আলম, নাসির উদ্দিন, জুনায়েদ, নুরুল ইসলাম, মোফাজ্জল, কাজল নাথ, লিয়াকত, ও আতিকুর রহমান।
সভায় আমিরাতের প্রতিটি উপদেশের সদস্যের উপস্তিতিতে সাংগঠনিক পরিপন্থী কাজের দায়ে সালাউদ্দিনকে বহিষ্কার ও অবাঞ্চিত ঘোষণা করে ওমর ফারুককে সভাপতি ও ইয়াছিন আলীকে সাধারণ সম্পাদক এবং জসিম মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ১৪৫ সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভা থেকে শাহজালাল বিমানবন্দরে কন্ট্রাক্টের নামে আমিরাতগামী যাত্রীদের হয়রানি বন্দে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।