আমিরাত প্রবাসীদের ফিরতে গ্রিন সিগন্যাল এখনও বাধ্যতামূলক

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ছাড়া অন্যান্য শহরের প্রবাসীরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রবেশ করতে অবশ্যই (ICA) অনুমোদন বা গ্রিন সিগন্যাল বাধ্যতামূলক রয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) দেশটির ইংরেজি গণমাধ্যম খালিজ টাইমে প্রবাসীদের আরেকবার বিষয়টি স্মরণ করিয়ে দেয়।
এদিকে দুবাইয়ের ভিসাধারীরা (GDRFA) থেকে অনুমোদন নিয়ে প্রবেশ করতে হবে। আজ বেশ কিছু সংখ্যক প্রবাসীরা বিমানবন্দরে আটকা পড়ার প্রেক্ষিতে কর্তৃপক্ষ গণমাধ্যমে এই বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, আমিরাতের আইন না মেনে প্রবেশ করা যাবে না।