সংযুক্ত আরব আমিরাতে এনটিভির বর্ষপূর্তি উদযাপন
প্রবাসীদের কণ্ঠস্বর দর্শকপ্রিয় টেলিভিশন এনটিভি সাফল্যের ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে। এনটিভি এখন আরও নতুন, আরও তারুণ্যদীপ্ত, অগ্রগামী—দর্শকের পছন্দের শীর্ষে। এনটিভি প্রবাসীদের হাসি-কান্না, দুঃখ-কষ্ট, সফলতা এবং সমস্যা সমাধানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে যাচ্ছে৷
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংযুক্ত আরব আমিরাত ফোরামের সভাপতি মুহাম্মদ রাজা মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হকের সঞ্চালনায় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি ইসমাইল গনি, নেসার রেজা খান, মুহাম্মদ জাহাঙ্গীর, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কামাল হোসেন সুমন, ইমাম হোসেন জাহিদ পারভেজ, আজিত রায়, শামসুন নাহার স্বপ্না, মফিজুর রহমান, কাজী ইসমাইলসহ অনেকে।
বক্তারা বলেন, ২০০৩ সালের ৩ জুলাই ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে টেলিভিশনটি শুরু করেছিল৷ আজকে ২০ বছরে এসেও এনিটিভির পথ চলা অব্যাহত রয়েছে। ভিন্নমাত্রার অনুষ্ঠানমালা এনিটিভিকে জনপ্রিয় করে তুলেছে৷ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দেওয়ায় প্রবাসেও জনপ্রিয়তার শীর্ষে এনটিভি৷
সবশেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের সমাপ্ত হয়৷
এদিকে একই দিনে মুহাম্মদ রাজা মল্লিককে সভাপতি ও মুহাম্মদ নাজমুল হককে সাধারণ সম্পাদক করে ২৮ বিশিষ্ট এনিটিভি ফোরাম ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মুহাম্মদ ইসমাইল গনি, নেসার রেজা খান, কাজী মুহাম্মদ আলী, মুহাম্মদ জাহাঙ্গীর, ও আবুল কালাম আজাদ। যুগ্ম সম্পাদক মুহাম্মদ মিজান রহমান, কামাল হোসেন সুমন, ইমাম হোসেন জাহিদ পারভেজ ও জাহাঙ্গীর আলম রুপু। সাংগঠনিক সম্পাদক শিকদার মুহাম্মদ শাফায়াত, সহ সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক হাসান জাকির, সহ অর্থ সম্পাদক আব্দুল্লাহ মামুন, সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার, সহ সাংস্কৃতিক সম্পাদক লুৎফুর রাশিদ রাসেল, আজিত রায়, সমাজ কল্যাণ সম্পাদক মফিজুর রহমান পিঙ্কু, মহিলা বিষয়ক সম্পাদক শামসুন নাহার স্বপ্না, ক্রিড়া সম্পাদক মেহের বারগোনা, প্রচার সম্পাদক জামিল কাইয়ূম, সহ প্রচার সম্পাদক কাজী ইসমাইল আলম।
নির্বাহী সদস্য, শাহাদাত হোসাইন, মুহাম্মদ জসিম মল্লিক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও ইশাক শাফি।