এনটিভির আরব আমিরাত দর্শক ফোরামের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান
এনটিভি ১৭ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দর্শক ফোরামের সভাপতি রাজা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফাতেমা জাহান। দর্শক ফোরামের সাধারণ সম্পাদক গুলশান আরা ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ সিআইপি, সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী ও এনটিভি প্রতিনিধি শিবলী আল সাদিক প্রমুখ। এ সময় বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল ইসলাম, প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।