দুবাইয়ে অত্যাধুনিক এক স্বর্ণালঙ্কার ও লাইফস্টাইল হাব চালু করেছে ইউনিক ওয়ার্ল্ড

দুবাইয়ের কেনাকাটার অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত ইউনিক ওয়ার্ল্ড। সম্প্রতি তারা শহরে অত্যাধুনিক এক স্বর্ণালঙ্কার ও লাইফস্টাইল হাব চালু করেছে, যা গ্রাহকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই হাবটি শুধু একটি কেনাকাটার স্থান নয়, বরং এটি একটি অভিজ্ঞতা কেন্দ্র যেখানে রুচিশীলতার পরিচয় পাওয়া যাবে প্রতিটি পণ্যে এবং পরিবেশে।
জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন হাবের পর্দা উন্মোচিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য শেখ জুমা বিন মাকতুম আল মাকতুমের কার্যালয়ের নির্বাহী পরিচালক এবং ব্যক্তিগত উপদেষ্টা এইচ.ই. ইয়াকুব আল আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সুলাইমান, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব পানাক্কাড সায়্যিদ সাদিক আলী শিহাব থাঙ্গাল, ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শুহাইব, পরিচালক মোহাম্মদ শাকীব ও মোহাম্মদ শিহাব, বু আবদুল্লাহ গ্রুপ অফ কোম্পানিজের বু আবদুল্লাহ, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শামলাল আহমেদ এবং জয়ালুক্কাসের ব্যবস্থাপনা পরিচালক জন পল জয় আলুকাশ সহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে এইচ.ই. ইয়াকুব আল আলী বলেন, "দুবাই সবসময় নতুনত্বের পৃষ্ঠপোষক এবং ইউনিক ওয়ার্ল্ডের এই উদ্যোগ শহরের বাণিজ্য এবং জীবনযাত্রার মানকে আরও উন্নত করবে।
এই নতুন হাবটিতে গ্রাহকদের জন্য থাকছে আন্তর্জাতিক মানের বিভিন্ন ডিজাইনের স্বর্ণালঙ্কারের বিশাল সংগ্রহ। এছাড়াও, এখানে পাওয়া যাবে আধুনিক ফ্যাশন, গৃহসজ্জার সামগ্রী এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য।