ডিসেম্বরে নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যেতে চাইঃ প্রধান উপদেষ্টা
![](https://uae.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/whatsapp_image_2025-02-13_at_2.01.47_pm.jpeg?itok=kyFiLYxb×tamp=1739441169)
ডিসেম্বরে নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার কথা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস৷ শেখ হাসিনা এ যাবতকালে যতো নির্বাচন করেছে তা ছিল ভূয়া নির্বাচন। বুধবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিটে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। গোটা বিশ্বকে তিনি বাংলাদেশের পাশে দাড়ানোর জন্য ধন্যবাদ জানান।
ড. ইউনূস বলেন, আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা৷ সামজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও আমাদের চ্যালেঞ্জ। ফ্যাসিস্ট সরকারে বিচার করতে আমরা কাজ করছি৷
আওয়ামী লীগ সরকার পুরো অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা বিভিন্ন দেশে বিপুল পরিমাণ টাকা পাচার করেছে এসব টাকা ফিরিয়ে আনা এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ৷তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইতোমধ্যে আমরা ১৫ টি সংস্কার কমিশন গঠন করেছি। তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমরা এখন রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলাপ করে শিগগিরই সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাবো।
জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি আমার পুরনো কাজে ফিরে যেতে চাই৷
দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা সবই উন্নতি হবে বলেও উল্লেখ করেন তিনি।
![](https://uae.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/3067899d-0c76-4225-8332-4d7b1c71d7c7.jpg?itok=aXXlHj1Y×tamp=1739441329)
র আগে সকালে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমাল বিন মুহাম্মদ আল ওয়াইসের সাথে বৈঠক করেন৷ বাংলাদেশের এই পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান৷ এসময় আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় বাংলাদেশ-আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। ড. ইউনুস আমিরাতকে ধন্যবাদ জানান ১০ লক্ষাদিক বাংলাদেশিকে দেশটিতে কাজের সুযোগ দেওয়ার জন্য৷ আমিরাতের স্বাস্থ্য খাতের উন্নতিতে তিনি শুভেচ্ছা জানান৷ এসময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ।
এর আগে গতকাল ড. মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় রাত ১১ টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন৷