দুবাইয়ে বাংলাদেশ বিমানের অফিস পরিদর্শন করলেন বিমান প্রতিমন্ত্রী
দুবাইয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিস পরিদর্শনে করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) আকস্মিক এই পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। জানা যায় উজবেকিস্তানে যাওয়ার পথে আমিরাতের স্থানীয় সময় বিকাল ৩ টায় দুবাইয়ের অফিসে যান। সঙ্গে ছিলেন উক্ত মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিমানের দুবাই অফিসের রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা।
রাত ১০:৩০ মিনিটে উজবেকিস্তানের উদ্দেশে দুবাই ছাড়বেন প্রতিমন্ত্রী মাহবুব আলী৷