দুবাইতে বিএমএম মোবাইল ট্রেডিং এর শুভ উদ্বোধন

দুবাইতে প্রবাসী বাংলাদেশিরা ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি করে চলছে প্রতিনিয়ত। গড়ে তুলেছেন ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান।
সেই ধারাবাহিকতায় দুবাই দেরা হোরা আল আনজ্ এলাকায় বাংলাদেশী প্রতিষ্ঠান বিএমএম ট্রাভেল এন্ড ট্যুরিজম ও বিএমএম মোবাইল ট্রেডিং এর শুভ উদ্বোধন করা হয়।
এসময় ব্যবসায়ীরা বলেন দেশে বিনিয়োগের পাশাপশি বিদেশে বিনিয়োগ করে রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ কারা যায়। ইতোমধ্যে রেমিট্যান্সের সুফলও পাচ্ছে বাংলাদেশ।
তবে দেশ থেকে নতুন করে সাধারন ভিসা না থাকায়, বাংলাদেশ থেকে নতুন লোক আনতে না পারায় বেকায়দায় আছে বলে জানান তারা। ব্যবসায়ীরা মনে করছেন নতুন ভিসা চালু হলে ব্যবসায় তাদের আশার প্রতিফলন হবে। ভিসা চালুর ব্যাপারে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান ব্যবসায়ীরা।
ফিতাকেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, এই সময় উপস্থিত ছিলেন মোঃ বচন মোল্লা, মোঃ কবির হোসেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুবর্ণা আক্তার সহ বাংলাদেশী প্রবাসীরা।
প্রবাসীরা মনে করেন প্রতিযোগিতা মূলক এই ব্যবসায় টিকে থাকতে হলে গুণগত মান ও সাশ্রয় মূল্যর উপর নজর দিতে হবে।
দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।