আমিরাতে মোবাইল ব্যবসায় বাংলাদেশিদের আধিপত্য
সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি প্রদেশে বাংলাদেশিদের ইলেকট্রনিকস দোকানের বেশ আধিপত্য৷ এর মধ্যে মোবাইল ফোনের দোকান সবচেয়ে বেশি৷ রাজধানী আবুধাবি, দুবাই, শারজাহ্, আজমানের বিভিন্ন জনবহুল এলাকায় বাংলাদেশিদের নিয়ন্ত্রণে মোবাইলের ব্যবসা৷ এ অবস্থা ধরে রাখা গেলে বাংলাদেশের অর্থনীতিতে আরো ভূমিকা রাখার আশা ব্যবসায়ীদের।
এরই ধারাবাহিকতায় দুবাইয়ের আল কুজ-৪ এ ডিজিটাল গ্যালারি মোবাইল শপ নামে মোবাইলের দোকান উদ্বোধন হয়েছে৷ বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলার আশিষ কুমার সরকার দোকানটি উদ্বোধনকালে বলেন, প্রবাসীরা চাকুরির পাশাপাশি ব্যবসায় যেভাবে মনোনিবেশ হচ্ছে তাতে করে দেশে রেমিট্যান্স প্রবাহও বাড়বে।
আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের দেরা বাজারে বাংলাদেশিদের কয়েকশো মোবাইলের দোকান রয়েছে। বেচা-কেনাও বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা।
ডিজিটাল গ্যালারি ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক জাহিদ খান বলেন, বাংলাদেশি দোকান থেকে স্বদেশী ক্রেতারা বুঝেশুনে মোবাইল ক্রয় করতে পারেন৷ আগামীতে মোবাইলসহ বাংলাদেশি ইলেকট্রনিকস পণ্য নিয়ে আসারও পরিকল্পনা রয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ ইমরান, হাবিব, আল আমিন, বুলবুল আহমেদ মুকুল, খন্দকার মিজানুর রহমান, সারফরাজ সহ কমিউনিটির নেত্রিবৃন্দ