সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উদ্যোগে বিজয় দিবস ও পিঠা উৎসব

শারজাহ ন্যাশনাল পার্কে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়।
শুক্রবার (১৮ ডিসেম্বর) করোনার নিয়ম মেনে মহান বিজয় দিবস উদযাপন হয়। এসময় শারজাহ ন্যাশনাল পার্ক একখণ্ড বাংলাদেশে পরিনত হয়। কভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে প্রবাসী বাঙালিরা ও তাদের পরিবার নিয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষের সর্ববৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছিল বিজয় দিবসের বন ভোজন ও পিঠা উৎসব।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাত কন্সুলেটে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ সাহেদুল ইসলাম।

হাজী আব্দুল করিম সি,আই,পির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সি আই পি, নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল মান্নান, জি এম জায়গীরদার, আব্দুল মলিক মালিক, লুৎফুর রহমান, হারুন আহমদ, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, মীর আহমদ হোসেন খোকন, নাজমুল ইসলাম, জুবের আহমদ, ফারুক মিয়া, আবু সুফিয়ান, আমিন খান ও আলী হোসেনসহ শতাধিক নেতা কর্মী।
অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজনের পর এক আকর্ষণীয় পিঠা উৎসবের আয়োজন করা হয়। পাশাপাশি মহিলা শিশু ও পুরুষদের খেলাধুলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ডেপুটি কনস্যার জেনারেল এই সুন্দর আয়োজন দেখে অভিভূত হন, এবং বাঙালী কমিউনিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।