আজমানে বাংলাদেশি মালিকানাধীন স্টার হোম হাইপার মার্কেটের উদ্বোধন
মহামারী করোনায় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার চেষ্টা চলছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতে করোনা মোকাবেলা করে আবারও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ শুরু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রবাসি বাংলাদেশীরা। নতুন নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে সাধারণ প্রবাসীরা উপকৃত হবেন বলে জানালেন প্রবাসী ব্যবসায়ীরা।
গত বৃহস্পতিবার আমিরাতের আজমান আল জার্ফে বাংলাদেশী মালিকানাধীন স্টারগোল্ড গ্রুপের প্রতিষ্ঠান স্টার হোম হাইপার মার্কেট উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল কালাম সিআইপি’র সভাপতিত্বে ও স্টারগোল্ড গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোতালেব হোসেইন এর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কন্সুলেটে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলার কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবুল, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ, বাংলাদেশ সমিতি শারজার সিনিয়ার সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, সাধারন সম্পাদক শাহ মাকসুদ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের এক্জিকিউটিব মেম্বার জাকির হোসেন, মোজাহের উল্লাহ মিয়া, জাকির হোসেন হাফিজ ও লোকাল স্পন্সর মোহাম্মদ আলী আমির সেলিম আলজুয়াইদি।