দর্শকনন্দিত টেলিভিশন এনটিভি দেশ ও প্রবাসে সমান জনপ্রিয়

প্রবাসীদের কণ্ঠস্বর হিসেবে দর্শকপ্রিয় টেলিভিশন এনটিভি সফলতা জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ দেশ পেরিয়ে দূর প্রবাসীদের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে। এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে এনিটিভি৷

সাফল্যের ১৯ বছর পেরিয়ে ২০ বছরে এনটিভির পদার্পণ উপলক্ষে ও এনটিভি দর্শক ফোরামের অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংযুক্ত আরব আমিরাত ফোরামের সভাপতি মুহাম্মদ রাজা মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হকের সঞ্চালনায় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এনআরবি ব্যাংক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসের।

অনুষ্ঠানের শুরুতে এনটিভির বর্ষপূর্তিতে দেওয়া মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র
বাণী পাঠ করে শুনান যথাক্রমে মিজানুর রহমান ও নাজমুল হক।


বক্তারা আরও বলেন, ২০০৩ সালের ৩ জুলাই ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে টেলিভিশনটি শুরু করেছিল৷ আজকে ২০ বছরে এসেও এনিটিভির পথ চলা অব্যাহত রয়েছে। ভিন্নমাত্রার অনুষ্ঠানমালা এনিটিভিকে জনপ্রিয় করে তুলেছে৷ আগামীতে প্রবাসীদের নিয়ে নতুন আঙ্গিকে অনুষ্ঠান সাজানোর প্রত্যাশা করেন বক্তারা৷

সবশেষে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্লোজাপ তারকা সোহাগ সুমন, সঞ্চারী বন্ধ্যপাধ্যায় , মিরাক্কেল খ্যাত আরমান, শাহরিয়ার চৌধুরী ও আমিরাতের রবী ফয়সাল৷ নৃত্য পরিবেশন করেন পুষ্পিতা, মৌমিতা ও বিনীতা।