প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা ও ফিটনেস ধরে রাখার লক্ষ্যে আমিরাতে ফিটনেস প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা ও ফিটনেস ধরে রাখার লক্ষ্যে আমিরাতের দুবাইয়ে ফিটনেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশি মালিকানাধিন স্টার জিম সেন্টারের উদ্যোগে বাৎসরিক এই আয়োজনে বাংলাদেশ, লিবিয়া, মিশর, সিরিয়া, ফিলিপিনো, ইন্ডিয়ান ও পাকিস্তানিসহ বিভিন্ন দেশের জিম সদস্যরা অংশ নেন।
সিনিয়র ট্রেইনার শান ও রাশেদ খানের পরিচালনায় বিচারক হিসেবে ছিলেন পাঁচবার বাংলাদেশের বডি বিল্ডিং কম্পিটিশন চ্যাম্পিয়ন মিস্টার বাংলাদেশ ও পাঁচবার দুবাইয়ের বডিবিল্ডিং কম্পিটিশনের মিস্টার দুবাই রনজিৎ সরকার।
স্টার জিমের সত্ত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক সাঈদ মোহাম্মদের তত্ত্বাবধানে এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মামুন সেক, রানা, আফসার মিয়া, মোশারফ মামুনসহ অনেকে৷
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন সজিব, তাসিন, দিনু ও আরোশা
আয়োজকরা বলেন, ফিটনেসের পাশাপাশি শরীর চর্চার মাধ্যম হিসেবে জিম এখন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রবাসী বাংলাদেশিদের নিজের শরীরের প্রতি যত্নশীল হতে আগ্রহী করতে মূলত আমাদের এই উদ্যোগ।
প্রতিযোগিতায় বডি বিল্ডিংয়ে বিজয়ী হোন তমাস ইও দিও, ফিজিকে বিজয়ী হোন আদনান৷ সবশেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন।