আমিরাতে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি তৈরি পোশাকের ব্র্যান্ড ‘জেন্টেল পার্ক’
দুবাইয়ে এখন বাংলাদেশি কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশের ব্র্যান্ডিং কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। বাংলাদেশি পণ্যের মাণ এবং দাম ভাল হওয়াতে বিদেশিদের কাছে আকর্ষণীয় হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের ব্র্যান্ডিং পোশাকগুলো। পাশাপাশি এসব প্রতিষ্টানে কর্মের সুযোগ হচ্ছে বাংলাদেশিদের। বিশ্ব বাজারে ঠাঁই করে নিতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ নিয়ে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড জেন্টেল পার্ক দুবাইয়ের বিখ্যাত শপিংমলগুলোতে তাদের নিজস্ব শোরুম খুলে বসেছে।
৩ জুলাই মধ্যপ্রাচ্যের বিখ্যাত শপিং মল ইবনে বতুতা মলে নতুন একটি শাখা উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, জেন্টেল পার্ক ব্রান্ডের চেয়ারম্যান শাহাদাৎ চৌধুরী বাবু৷
ইবনে বাতুতা মল ছাড়াও দুবাই সিটি সেন্টার, সারজা সিটি সেন্টার, বারজুমান সেন্টার, রোলা স্কয়ার, দুবাইয়ের প্রাণকেন্দ্র আল গোড়াইর সেন্টারে জেন্টলি পার্কের শো-রুমগুলোতে বাংলাদেশি পণ্যের জন্য ভিড় করছে বিদেশি ক্রেতারাও। দুবাইতে বাংলাদেশী সৌখিন পুরুষদের জন্য এ জেন্টেলপার্ক এখন যেন আভিজাত্যের ঠিকানা। দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ঘুরে দেখে জানালেন এসব প্রতিষ্টানগুলোর কারণে বাংলাদেশের সুনামের পাশাপাশি কর্মসংস্হান সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের।
বাংলাদেশ থেকে যদি সরাসরি গার্মেন্টস পণ্য আমদানি ও গুণগত মান বজায় থাকলে মধ্যপ্রাচ্যের বাজারে বিশ্বের অন্যান্য ব্র্যান্ডের চাহিদা দিন দিন কমে আসবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের চাহিদাও আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।