দুবাইয়ের আল নাহদায় বাংলাদেশি যৌথ মালিকানাধিন মুন লাইট ট্যুরিজম এল এল সির উদ্ভোধন

বিশ্বজুড়ে করোনা সংক্রমনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা। তবে পর্যটন খাতে সংয়ুক্ত আরব আমিরাতে এর ব্যপক চাহিদা থাকায় সে ক্ষতি পুষিয়ে উঠতে আবারও এ ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা। ব্যবসায়ীরা বলেন সংযুক্ত আরব আমিরাতে ট্যুরিজম ব্যবসায় সাফল্য অর্জন করেছেন অনেক বাংলাদেশিরা। ফলে দেশটিতে এ ব্যবসায় বিনিয়োগ করছেন অনেকে। প্রায় প্রতিটি শহরে গড়ে উঠেছে বাংলাদেশী মালিকানাধীন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসা প্রতিষ্ঠান। যদিও করোনা মহামারীর কারণে লোকসানের মুখে পড়তে হয়েছে এ খাতের ব্যবসায়ীদের।
তবে সেই ধাক্কা সামলে ঘুরে দাড়ানোর চেষ্টা করছেন তারা। পাশাপাশি সম্ভাবনাময় এ খাতে নতুন করে অনেকে বিনিয়োগ করছেন। দুবাইয়ের আল নাদায় বাংলাদেশি যৌথ মালিকানাধিন মুন লাইট ট্যুরিজম এল এল সির উদ্ভোধন অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী এসব কথা বলেন।
ট্যুরিজম খাতে বিনিয়োগ করে সফলতা পেতে হলে শতভাগ নিষ্ঠা, সততা ও একাগ্রতার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।
করোনা পরিস্থিতির কারণে এ সেক্টরের যে লোকসানের শিকার হয়েছেন তা পুষিয়ে নতুন উদ্যমে কাজ শুরুর প্রত্যয় জানান প্রতিষ্ঠানের তরুন এই দুই ব্যবসায়ী। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তারা। দেশের অর্থনীতিকে সচল রাখা এবং প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ সেক্টর গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মত তাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব শ্রম ফকির মনোয়ার হোসেন, দ্বিতীয় সচিব পার্সপোর্ট মোঃ মোজাফ্ফার হোসেন, প্রতিষ্ঠানের যৌথ পরিচালক মোঃ আমরান হোসেন, আব্দুল আউয়াল, লোকাল স্পন্সর হাসান আলী আল সোয়াদি, মোহাম্মদ আলী আল সোয়াদি, কাজী গুলশান আরা, মোঃ কামাল উদ্দিন, লিটন শেখ, বেলাল হোসেন পাটোয়ারী, আরিফ মাহমুদ, সংগীত শিল্পী মোঃ মাসুম, বঙ্গ শিমুল, মোঃ তালহা, মোঃ সোহেল ও সুজন শেখ সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃ বৃন্দ।